ঢাকা | বঙ্গাব্দ

আজ আনসার আলী মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী

  • আপলোড তারিখঃ 15-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 134244 জন
আজ আনসার আলী মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আনসার আলী (৬৫) দীর্ঘ দিন অসুস্থ অবস্থায় গত বছর আজকের এই দিনে (১৪অক্টোবর ২০২৩ঈশায়ী, রাত নয় ঘটিকার সময়) পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন।



তিনি সুদীর্ঘ দুই যুগেরও বেশি দিন ধরে কুঠিপাড়া রেজিস্টার্ড বেসরকারী প্রাইমারী স্কুলের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছিলেন। স্কুল সরকারী হবার পরে তিনি অবসর গ্রহন করেন।


গত  কয়েক বছর পুর্বে তিনি ব্রেইন স্টোক করেছিলেন ও দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আনসার আলী মাস্টার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সুস্থ থাকা কালীন সময়ে চাকুরী 

সরকারী হওয়ার পুর্ব পর্যন্ত জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ, ফৈলজানা ইউনিয়ন শাখা,চাটমোহর,পাবনা-র সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।


আজ সোমবার (১৪ অক্টোবর ২০২৪);পাবনা জেলার  চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী চকমাড়ম গ্রামে মরহুম আনসার আলী মাস্টারের  বসত ভিটায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন তার পুত্রদ্বয় (ইনশা আল্লাহ)।


মরহুম আনসার আলী মাস্টারের সন্তানেরা এবং  ছাত্র-ছাত্রীরা সহ এলাকার আপামর জনসাধারন দেশবাসীসহ সকলের কাছে দোওয়া চেয়েছেন।পরিবারের পক্ষ থেকেও তার আত্মীয় স্বজন সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোওয়া প্রার্থনা করেছেন।


 মরহুম আনসার আলী মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোওয়া চেয়েছেন ফৈলজানার কৃতিসন্তান ও আনসার আলী স্যারের পরম স্নেহধন্য বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

(সভাপতি- গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা)


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন