কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন এর শিমুলতলা বাজার জামে মসজিদে, আজ ১০ (অক্টোবর) ২৪ শুক্রবার সকাল ১০ ঘটিকায়, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন জাফরাবাদ ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,শপথ গ্রহণ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত।
করিমগঞ্জ থানা শাখার স্কুল সম্পাদক এহসানুল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব আল আমিন সজিব, প্রচার ও মিডিয়া সম্পাদক জাতীয় ইমাম উলামা আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হালিম, অর্থ ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন করিমগঞ্জ থানা শাখা।
বিশেষ অতিথি ছিলেন জনাব মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক বামুক জাফরাবাদ ইউনিয়ন শাখা।
কমিটি ঘোষণা ও শপথ গ্রহন অধিবেশনে প্রধান অতিথি জনাব আব্দুল হালিম, জনাব মুহাম্মদ এহসানুল হাসান কে সভাপতি ও জনাব মুহাম্মদ ইয়াসিন আহমেদ কে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাফরাবাদ ইউনিয়ন শাখার ২০২৪ - ২৫ সেশনের পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করেন।
বাকীরা হলেন সহ সভাপতি মুহাম্মদ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তানভীর আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, দাওয়াহ সম্পাদক মুহাম্মদ ইরফান,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মিকসাদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ মাসুম।
মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ আবির, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ সায়েম এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ সাকিব হাসান এর নাম ঘোষণা করেন।