ঢাকা | বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার

  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 145070 জন
পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।


মারামারির ঘটনায় তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক  স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল করিম।



গ্রেফতার রুহুল আমীন হিমেল হোসেন্দী কুমারপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে এবং হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।


বৃহস্পতিবার, ৩ অক্টোবর বেলা১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়বিঞ্চুপুর গ্রাম থেকে হিমেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাকে পাকুন্দিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


মামলার বিবরণে জানা যায়,বেপরোয়া গতিতে ট্রাক চালানো নিয়ে রুবেল ও মতিউরের মধ্যে কথা কাটাকাটি হয়।এতে রুবেল ট্রাক রেখে চলে যায় পরে হিমেলসহ কয়েকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে মতিউরের ওয়ার্কশপে ভাংচুর চালায়। এতে বাধা দিলে মতিউরকে মারধর করে হিমেল।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন