ঢাকা | বঙ্গাব্দ

মাঠে মাঠে সরিষা ফুল মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 29-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 10407 জন
মাঠে মাঠে সরিষা ফুল   মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মাঠে মাঠে সরিষা ফুল 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ২৯/০১/২০২৫ খ্রিঃ 


মাঠে মাঠে সরিষা ফুল 

হলুদ রঙ ছড়ায়,

সরিষা ফুলের ম ম গন্ধে 

মন প্রাণ মাতায়।

মৌমাছিরা গুণ গুণিয়া 

ফুলে ফুলে বেরায়,

মনের সুখে উড়ে উড়ে

মধু নিয়ে যায়।

ফুলে ফুলে বসে ওরা 

পরাগায়ন ছড়ায়,

সেই কারণে ফলন বারে 

কৃষক বেজায় খুশি হয়।

অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

শান্তি সুখে রেখ আল্লাহ 

তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২