মালয়শিয়ান প্রবাসীর স্ত্রী অনিকা বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ গত মঙ্গলবার (২৪সেপ্টেম্বর )সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের, পূর্ব পোয়াঁ গ্রামের তমিজউদ্দিন বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে নিহত অনিকা বেগম গ্রামের সদ্য মালোয়শিয়ান প্রবাসী আঃ কাদিরের স্ত্রী এ দিকে।
জানা গেছে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার ৫ নং চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আজাদের ১ম কন্যা সন্তান অনিকার সাথে ২ বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামের তমিজ উদ্দিন বেপারী বাড়ির অলি মিয়ার মালোয়েশিয়া প্রবাসী আব্দুল কাদির হেজুর সাথে বিবাহ হয়।
মালোয়শিয়ান প্রবাসী আব্দুল কাদের বিবাহের ৪ /৫ মাস স্ত্রীর সাথে ঘর সংসার করার পর আবার প্রবাস ফেরত যান প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী অনিকা বেগমকে আলাদা ঘর/ সংসার করে দেওয়া হয়েছিল /সে একাই ঘরে থাকতো,একাই খেতো। শশুর শাশুড়ি আলাদা ঘরে থাকতো আলাদা খেতো।
এদিকে জানা যায় যে প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী অনিকা কালির বাজার কলেজে পড়াশুনা করত নিয়মিত আব্দুল কাদেরা তিন ভাই, বড় ভাই ঢাকায় থাকে, দুই ভাই মালোয়শিয়াতে থাকে। মৃত্যুর ঘটনার দিন পার্শ্ববর্তী বাড়ির সেলিনা বেগম তাকে বাদ আসরের পর দেখা করতে আসলে ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ দেখতে পায় কিছুক্ষণ ডাকা ডাকির করার পর সে চলে যায়। মনে করছে সে ঘুমিয়ে রয়েছে একই বাড়ির পার্শ্ববর্তী ঘরের আব্বাসের স্ত্রী পারভীন বেগম জানান আমি দেখি সন্ধ্যা হয়ে গেছে, চতুরদিকে আজান দিচ্ছে, কিন্তু অনিকার ঘরে কোন বাতি, বা আলো জ্বলতেছে না সবার ঘরেই আলো আছে তাই আমি গিয়ে অনিকাকে ডাকা ডাকি করি কিন্তু অনিকার কোন সাড়া শব্দ পাই নাই ঘরের এদিক সেদিক দিয়ে ডাকা ডাকি করি।
দেখি ঘরের দরজা বন্ধ। পরে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের সামনের দিক দিয়ে জানালা গিয়ে দেখতে পাই ঘরের আড়ার সাথে ওড়না গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে পরে চিৎকার দিলে বাড়ির এবং আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থা আমরা লাশ দেখতে পাই পরে আমরা থানা পুলিশকে খবর দেই পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তবে প্রতিবেশী ও অনিকার মা, মামা, চাচা,আত্মীয়-স্বজনের ধারণা এই মৃত্যু রহস্যজনক অনিকা নিজেই আত্মহত্যা করেছে, না স্বামীর সাথে মান-অভিমান করে নিজেই এই ঘটনা ঘটিয়েছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য বের করতে হবে।
অনিকার মা রুবি আক্তার জানান, মেয়ের আজ প্রায় দুই বছর বিবাহ হয়েছে কোন ছেলে সন্তান হয় না, সে একাই এই ঘরে থাকতো মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছি সবসময় মেয়ের সাথে মুঠো ফোনে কথা বলেছি আমার মেয়েকে হত্যা করছে না সে নিজে আত্মহত্যা হয়েছে আমি তার প্রকৃত তদন্তের মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি তবে মেয়ের গায়ে কোন আঘাতের চিহ্ন দেখতে পাই নাই। শুধু গলায় ফাঁস দেওয়া আছে।
এব্যাপারে স্থানীয় ইউপির মেম্বার মোস্তফা পাটওয়ারী জানান আমি এই সম্বন্ধে কিছুই জানিনা আমাকে কোন অবগত করা হয়নি এদিকে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হানিফ সরকার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, লাশ উদ্ধার করেছি পোস্ট মটেমের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। তবে মামলাটি প্রক্রিয়ায়ধীন থাকবে।