ঢাকা | বঙ্গাব্দ

সপ্তম বারের মতো ফুটবল চ্যাম্পিয়ন ইবির ইসলামের ইতিহাস বিভাগ

  • আপলোড তারিখঃ 21-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20387 জন
সপ্তম বারের মতো ফুটবল চ্যাম্পিয়ন ইবির ইসলামের ইতিহাস বিভাগ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 গত বছরের জুনে শুরু হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে বায়োটেকনোলজি অ্যান্ড জিনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে পরাজিত করে সপ্তম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে এ কৃতীত্ব অর্জন করে বিভাগটি।



খেলায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের শিক্ষকসহ পাচ শতাধিক দর্শক। টুর্নামেন্টটির আয়োজন করেন শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগ।



প্রধান অতিথির বক্তব্যে নকীব মোহাম্মদ মোহাম্মদ নসরুল্লাহ বলেন, সবার সুশৃঙ্খল মনমানসিকতার সংমিশ্রণে বেশ শান্তিপূর্ণ ভাবে খেলা শেষ হওয়ায় তোমাদের অভিনন্দন।  ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার ঐতিহ্য আছে। এটি ধরে রাখতে হবে। খেলাধুলায় বাংলাদেশের মধ্যে ইবি একটা ব্র্যান্ড। আর এর আরো অগ্রগতির জন্য আমাদের বেশকিছু পরিকল্পনা আছে। তার মধ্যে স্টেডিয়াম তৈরি,  সুইমিং পুলসহ মেয়েদের খেলাধুলার সুব্যবস্থা করার পরিকল্পনা আছে। আনন্দে ভরে উঠুক সবার হৃদয় । বাগানের ফুল যেমন সুন্দর খেলাধুলার মাধ্যমে তোমাদের হৃদয় সুন্দর হোক এই প্রত্যাশা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন