ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান বিষয়ক সংগঠন ‘রক্তিমা’র নতুন কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সিরাজুম মুনিরা এবং সাধারণ সম্পাদক হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিকুর রহমানকে মনোনীত করা কয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নবনির্বাচিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করার জন্য বলা হয়েছে।
১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা মিতিল, দপ্তর সম্পাদক ফেরদৌস হোসেন, সহ-দপ্তর সম্পাদক মাসুদা জাহান, প্রচার সম্পাদক ওয়াসিফ আল আবরার এবং কোষাধ্যক্ষ ইনসানুল ইমাম।
উল্লেখ্য, ‘নিরাপদ হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালে যাত্রা শুরু করে এই সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে যাচ্ছে।