ঢাকা | বঙ্গাব্দ

সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর থেকে গ্রেফতার

  • আপলোড তারিখঃ 30-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6388 জন
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর থেকে গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ ৩০ শে জানুয়ারি রাত ৯ টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুরের সেন্ট্রাল রোডের পাশের পোস্ট অফিসের গলির একটি বাসা  থেকে গ্রেপ্তার। রংপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলা রয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন ওনাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে থানায় নিয়ে যাওয়ার পর ওনার বিরুদ্ধে আরো কয়টি এবং কি কি মামলা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। 


এই নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলার কালিগঞ্জ এবং আদিতমারি এই ২ আসনের এমপি ছিলেন । পরে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পদটি বাগিয়ে নেন একবার। পরবর্তীতে তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেয়া হয়েছিল। 



পুলিশের একটি সূত্র জানিয়েছে এই এখানে নুরুজ্জামান আহমেদের এক আত্মীয়র বাসা আছে সে বাসা থেকেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে।


গোপন সূত্রের ভিত্তিতে রংপুর মহানগর পুলিশের কমিশনার জনাব মজিদ আলীর নেতৃত্বে এই অপারেশন টি পরিচালিত হয়। এক গ্রেপ্তারের সময় সাবেক এই মন্ত্রীর গায়ে পাঞ্জাবি ছিল তিনি অনেকটা স্বাভাবিকভাবেই রংপুর কোতোয়ালি থানার ওসির গাড়িতে ওঠেন। গ্রেফতারের পর তাকে রংপুর মেট্রোপলিটন এর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। উপ পুলিশ কমিশনার জনাব শিবলী কায়সার জানিয়েছেন থানায় নিয়ে যাওয়ার পর জানা যাবে ওনার বিরুদ্ধে কতগুলো মামলা এবং অভিযোগ রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২