ঢাকা | বঙ্গাব্দ

সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত-৪

  • আপলোড তারিখঃ 09-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 288496 জন
সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত-৪ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিক-আপ ভ্যান ও ইট ভাটার ভটবটি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরোও ৪ জন। মঙ্গলবার (০৯ এপ্রিল) রাত ৮ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া বাসট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 


স্থানীয় সুত্রে জানা যায়, কটিয়াদী থেকে আসা ইট পরিবহনকারী ভটবটি  ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান,ট্রাক এবং দাঁড়িয়ে থাকা বাসের চতুর্মুখী সংঘর্ষ ঘটলে ভটবটিতে থাকা একজন ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত হয়েছেন আরোও ৪ জন। 


এ ব্যাপারে কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ নজরুল ইসলাম জানান, দূর্ঘটনায় একজন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পেয়েছি। নিহতের নাম পরিচয় জানার প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন