ময়মনসিংহের নান্দাইলে বীজতলা নিয়ে দ্বন্দ্বে চাচাতো ভাইয়ের হাতে লাল মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছে। বুধবার (১৯ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে, নিহত লাল মিয়া ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামের সিরাজ উদ্দিনের সাথে জমি নিয়ে তারই ভাই গিয়াস উদ্দিন বিরোধ ছিল। বুধবার সকালে সিরাজ উদ্দিনের ছেলে লাল মিয়া বাড়ির পাশে বীজতলার আইলে মাটি দিয়ে ভরাট করে।
এতে লাল মিয়ার চাচা গিয়াস উদ্দিন বাঁধা দেয়। এক পর্যায়ে দু'পক্ষই মধ্যে কথার কাটাকাটি দ্বন্দ্ব সৃষ্টি হলে গিয়াস উদ্দিনের ছেলে মো. মিজান, নবী হোসেন দেশীয় অস্ত্র দিয়ে লাল মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। লাল মিয়াকে বাঁচাতে এসে তারই পিতা সিরাজ উদ্দিন ভাই ফাইজুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুত্ব আহত হয়।
এদিকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে লাল মিয়া মারা যান, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে গিয়াস উদ্দিনের মেয়ে মিতু আক্তার (২২) কে পুলিশ আটক করেছে৷
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- খুনের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মমেক হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এক জন নারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে ৷