ঢাকা | বঙ্গাব্দ

কুসুম কুমারী দাশ

  • আপলোড তারিখঃ 31-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 185024 জন
কুসুম কুমারী দাশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

রূপসী বাংলা-র কবি জীবনানন্দ দাশ-এর গর্ভধারিনী মাতা জননী হলেন কুসুম কুমারী দাশ তিনি নিজেও একজন কবি ছিলেন ।


কবি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা র শেষে যে জীবনকথা রয়েছে , তাতে বলা হয়েছে জীবনানন্দ দাশ তার মায়ের কাছ থেকে কবিতা ও প্রকৃতি-প্রীতি লাভ করেছিলেন । কবি জীবনানন্দ দাশ কবিতা লেখার অনুপ্রেরণা পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকেই ।


বরিশাল জেলার  গৈলা গ্রামের মেয়ে কুসুম কুমারী দাশ  এর কালজয়ী কবিতা , "আদর্শ ছেলে পাঠক সমাজে ব্যাপক ভাবে সমাদৃত  তাঁর কাব্যগ্রন্থের নাম । 


"মুকুল গদ্যগ্রন্থের নাম  পৌরাণিক আখ্যায়িকা।


কবির মা সাহিত্যচর্চা ছাড়াও নানা রকম সমাজ সংস্কারমূলক সেবা মুলক কাজের সঙ্গে জড়িত ছিলেন কলকাতায় ব্রহ্ম সমাজের যে শত বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছিল , তাতে তিনি বরিশালের  মহিলাদের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন । তিনি বরিশালের  ব্রহ্মবাদী পত্রিকা-তে নিয়মিত লিখেছেন ।


১৯৪৮ সালে কলকাতায় তাঁর জীবনাবসান হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন