ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি নিয়োগ পেলেন চলনবিলের কৃতি সন্তান এহসানুল হক সমাজী

  • আপলোড তারিখঃ 28-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 188429 জন
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি নিয়োগ পেলেন চলনবিলের কৃতি সন্তান  এহসানুল হক সমাজী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মুক্তিযুদ্ধকালীন এমপিএ এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে চলনবিলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত সংসদ সদস্য  অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজ়ীর জৈষ্ঠ পুত্র অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। 



তিনি চাটমোহর মহিলা কলেজের প্রয়াত প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ হাসনায়েন মোমিন হক শিল্পী সমাজী ও উই কেয়ারের প্রকল্প পরিচালক মোমিন মজিবুল হক টুটুল সমাজীর বড় ভাই।


এসহানুল হক সমাজী ২০০৭-২০০৯ মেয়াদে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন তার মেয়াদে তিনি রাষ্ট্র/প্রসিকিউশনের প্রতিনিধিত্ব করেন এবং ফৌজদারি আদালতে সব মামলা পরিচালনা করেন। এখন তিনি ঢাকা মহানগর দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন।


তিনি ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর  দায়িত্ব পাওয়ায় চাটমোহর তথা চলনবিল এলাকায় আনন্দের রেশ শুরু হয়।


উল্লেখ্য অ্যাডভোকেট এহসানুল হক সমাজী পাবনা জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী সমাজ গ্রামে জন্মগ্রহণ করেন ও শৈশব কাটান।


চলনবিলের কাঁদা মাটিতে তার নাড়ী পোঁতা রয়েছে চলনবিলের কৃতিসন্তান হওয়ায় তাঁর ও তাদের অনেক অবদান রয়েছে চলনবিলের মানব কল্যাণে জনাব সমাজী পিপি হিসেবে দায়িত্ব লাভ করায় শুভেচ্ছা। 


ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট,  সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ।


আরো বিবৃতি দান করেছেন চাটমোহর বার্তার সম্পাদক ও প্রবীন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান,  চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক, বাংলাদেশ মানবাধিকারবকমিশন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি কেএম বেলাল হোসেন স্বপন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও চেতনায় বাংলাদেশ এর সম্পাদক মুন্সি মুহাম্মদ হযরত আলী,  বিশিষ্ট গবেষক অধ্যাপক খালিদ মোস্তফা।


বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী গবেষক প্রফেসর আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ফৈলজানা ইউনিয়নের  ফৈলজানা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ এর অধ্যক্ষ মোঃ সদর উদ্দিন বিশ্বাস, মোঃ শরিফুল ইসলাম, পরিচালক।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন