ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সাথে ঢাকা বারের কার্যকরী সদস্যদের শুভেচ্ছা বিনিময়

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298498 জন
প্রধানমন্ত্রীর সাথে ঢাকা বারের কার্যকরী সদস্যদের শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর সাথে ঢাকা বারের কার্যকরী সদস্যদের শুভেচ্ছা বিনিময়
LaraTemplate

প্রধানমন্ত্রীর সাথে ঢাকা বারের কার্যকরী সদস্যদের শুভেচ্ছা বিনিময়



নিজস্ব প্রতিবেদক:



প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্যবৃন্দ। ৩১ জানুয়ারী বুধবার সকাল ১০:৫০ মিনিটে গণভবনে সৌজন্য সাক্ষাতে ঢাকা বারের কার্যকরী সদস্যবৃন্দ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু।



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট হয়ে টানা চতুর্থ বারের মতো আওয়াীলীগ সরকার গঠন করায় ও শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী সদস্যরা এই সৌজন্য সাক্ষাত করেন। পূর্ব নির্ধারিত এই সাক্ষাতে কার্যকরী পরিষদে নির্বাচিত ২৩ জন আইনজীবী ঢাকা বারের সভাপতি মোঃ মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুমানা জামান রিতু, ভাইস প্রেসিডন্ট শ্রী প্রাণ নাথ, ট্রেজারার বিবি ফাতেমা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফাহিম শরিফ, সহ-সাধারন সম্পাদক মোঃ মাহবুব হোসেন জয়, গ্রন্থাগার সম্পাদক মোঃ রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, কার্যালয় সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, খেলাধুলা সম্পাদক এসএম মিজানুর রহমান, সিনিয়র সমাজ কল্যান সম্পাদক মোঃ আবুল হাসনাত, সদস্য মোঃ তানজির হোসেন, জহির উদ্দিন, শারমিন সুলতানা টুম্পা, গাজী ইমরুল, মোঃ আসিফুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, নাসির উদ্দিন, মোঃ আসলাম হোসেন, মোঃ কামাল হোসেন, ইয়াসিন জাহান নিশান, মোসাম্মৎ ইসমত আরা উপস্থিত ছিলেন।



ঢাকা বারের সাধারণ সম্পাদক সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জোবায়েরের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, ঢাকা বারের কার্যকরী সদস্যবৃন্দ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য গণভবনে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন। এসময় সদস্য আইনজীবীবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও টানা চতুর্থ বারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট হয়ে বাংলাদেশ আওয়াীলীগ সরকার গঠন করায় ও শেখ হাসিনা পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানানো হয়। এসময় প্রধানমন্ত্রী সকলের সাথে কুশল বিনিময় ও বিচার ব্যবস্থার খোঁজ খবর নেন।

ঢাকা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের বলেন, প্রধানমন্ত্রী একজন নারী হয়ে তার দরদর্শিতা ও দেশ পরিচালনায় তার যুগান্তকারী অবদান এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য ঢাকা বারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।



এসময় প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করছে, বিচার বিভাগের উপর সরকারের কোন হস্তক্ষেপ নেই। সাধারণ সম্পাদক ঢাকা বারের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন, কোর্ট সমূহে এয়ার কন্ডিশন সংযোজন এবং জেলা জজ আদালত হতে সিএমএম আদালত পর্যন্ত ওভারপাস নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।



আধা ঘন্টা ব্যপী এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে কার্যকরী পরিষদের সদস্যরা ফটো সেশনে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন