সিটিজি ক্রাইম টিভি ও দৈনিক আই বার্তা সাংবাদিক নিয়োগ বিজ্ঞাপন দেখে অনেকেই আবেদন করে থাকে জানা যায় গত ৮ ই ফেব্রুয়ারি ২০২২ সালে ভুয়া সিটিজি ক্রাইম টিভির ব্যবস্থাপনা পরিচালক আলী আজগর মানিক সাংবাদিক বানানো কথা বলে অনেকের কাছ থেকে অর্থ লুটে নেয়।
তারা অভিযোগ দায়ের করলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৪)। মাঠে নামে আটক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী আজগর মানিক’কে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক তার অপরাধের কথা স্বীকার করেছে। সিটিজি ক্রাইম টিভি, সিটিজি টিভি ও বার্তা টিভি এবং আই বার্তা নামে একটি দৈনিক পত্রিকার মালিক ও সম্পাদক বলে তিনি নিজেকে পরিচয় দিতেন। তার উদ্দেশ্য ছিল ভুয়া ওইসব সংবাদ মাধ্যমের কার্ড বিক্রির মাধ্যমে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা হাতিয়ে নেওয়া।
তার বিরুদ্ধে চট্টগ্রামে রয়েছে প্রতারণার একাধিক মামলা।
নারী নির্যাতন, যৌন হয়রানি, প্রতারণা, চাঁদাবাজিসহ অন্তত ১০ টি মামলা রয়েছে। তিনি ওইসব মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
এদিকে আবারও নতুন করে প্রতারণা শুরু করেছে তার সহকারীরা। আজ সকাল ৯ টা ৩০ ঘটিকায় আমাকে আইবার্তা ও সি টি জি আইপি টিভির ভুয়া অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সাংবাদিক হওয়ার জন্য অফার করে।
আমি বিস্তারিত জানতে চাইলে আমাকে বলা হয় আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমি যখন বলি কিশোরগঞ্জ সদর জেলা। আমাকে তখন বলা হয় আপনি যদি জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতে চান তাহলে টোটাল আট হাজার টাকা পেমেন্ট করতে হবে। প্রথমে আপনি আপনার বায়োডাটা ও ৫০০০ টাকা আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন।
01872637310
আমি যখন তাদের পরিচালক গ্রেপ্তার এবং প্রতারণার সকল ডকুমেন্ট স্ক্রিনশট করে তাদেরকে পাঠায়। এবং আমি আমার পরিচয় দেই তখনই আমাকে সাধারণ সম্পাদক পরিচয়ে একজন গালিগালাজ শুরু করে। আমাকে হুমকি দেয় বলে আপনি ইয়াবা ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ী আপনার বিরুদ্ধে আমরা নিউজ করব বলে আমাকে ব্লক করে দেয়।
সাংবাদিক পেশা মহোতম একটা পেশা যেই পেশার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অপকর্ম তুলে সমাজকে সুস্থ করা হয়। আর এদের মতন কিছু অপতোয় সাংবাদিক যদি এই সমাজে বাসা বাঁধে তাহলে পুরো সমাজ ধ্বংসের দিকে ঠেলে দিবে।
আমি সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের দৃষ্টি আকর্ষণ করছি এদেরকে এই সমাজ থেকে দূর করতে হবে। না হলে এসব ভুয়া প্রতিষ্ঠানের জন্য সঠিক গণমাধ্যম কর্মীদের কাজ করতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।