ঢাকা | বঙ্গাব্দ

শফথ নিলেন ছাত্র-জনতার আকাঙ্খিত অন্তবর্তীকালীন সরকারঃজনগনের আশা আকাঙ্খা কতটুকু পূরণ হয় সেটা এখন দেখার বিষয়

  • আপলোড তারিখঃ 09-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 215202 জন
শফথ নিলেন ছাত্র-জনতার আকাঙ্খিত অন্তবর্তীকালীন সরকারঃজনগনের আশা আকাঙ্খা কতটুকু পূরণ হয় সেটা এখন দেখার বিষয় ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ  ২৪শে শ্রাবন ১৪৩১ বঙ্গাব্দ মোতাবেক ৮ আগষ্ট ২০২৪ ঈশায়ী গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে সতের সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত হলো সরকার। 



সরকারের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করবেন প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস।


তাঁকে সহযোগিতা করবেন সরকারের উপদেষ্টা হিসেবে দেশে বিদ্যমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মোঃ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দেশের বিশিষ্ট নাগরিকসহ মোট ষোল জন উপদেষ্টা। 


কর্মজীবনে প্রত্যেক বিশিষ্ট নাগরিকদেরই রয়েছে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান, দক্ষতা ও গ্রহনযোগ্যতা। যিনি বা যাহারা সঠিক কথা বলেন, তাদের বিরুদ্ধে একটি পক্ষ আজীবনই কথা বলে থাকেন এটা চিরাচরিত নিয়ম।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবীর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি বিভিন্ন কমিউনিটি থেকেও উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বৈষম্য ও প্রবঞ্চনার বিরুদ্ধে সকলের প্রতি ন্যায় ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে! কিন্তু সেই আদর্শচ্যুতিই বাঙ্গালীর ভাগ্যে বার বার বিপর্যয় ডেকে নিয়ে আসে!


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের দাবির প্রেক্ষিতে ও বিভিন্ন মহলের উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে বিশিষ্টজনদের সাথে আলোচনার প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা গনকে নিয়োগ করেন। উল্লেখ্য গত পাঁচ আগষ্ট ছাত্রজনতার তোপের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে ও শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতির নিকট সরকার প্রধান হিসেবে দায়িত্ব থেকে পদত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়াতে আশ্রয় প্রার্থনা করে অবস্থান করছেন।


শেখ হাসিনার সরকারের আমলে দৃশ্যমান অনেক অবকাঠামোগত উন্নয়ন হলেও এমপি, মন্ত্রীদের সীমাহীন দুর্নীতি, মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য ও ভিন্ন মত ও পথের ব্যক্তিদের উপর দমন-পীড়ন সহ গুম-খুন নেতাকর্মীদের মাই ম্যান, ভাই লীগ, অমুক লীগ, তমুক লীগ সহ অসংখ্য অনিয়মের কারনে ও সরকারের দায়িত্ব কান্ড জ্ঞানহীন কথা বার্তা সমন্বয়হীনতার কারনে ছাত্র জনতার একদফা দাবীর তোপের মুখে সরকার পতন ঘটে।


কোন অর্জনই শেখ হাসিনা কে গদিচ্যুত করা থেকে রক্ষা করতে পারেনি।


বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকারী নোবেল লরিয়েট প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূস স্যার কি কি পদক্ষেপ গ্রহনের মাধ্যমে বাংলাদেশের নড়বড়ে অর্থনীতি, ঋনের বোঝা, সাম্প্রতিক সম্প্রীতি, অবাধ নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচন ব্যবস্থা, নাগরিকদের জীবন মানের উন্নতি, গুনগত শিক্ষা ব্যবস্থা সহ সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে কতটা সফল হন তাই দেখার বিষয়।


একজন সচেতন নাগরিক হিসেবে চাই দেশে মাত্র তিন দিনে যে পরিমান মানুষের ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়েছে, লুটপাট দুর্বৃত্তায়ন হয়েছে, ভীতি গ্রস্থ হয়েছে, নির্যাতিত হয়েছে তা ধরতে গেলে বিগত পনের/ষোল বছরের সমান হয়ে যাবে।


স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নামে বিভিন্ন মহলের সন্ত্রাসীরা সাধারন জনগন তথা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ ভোটার, কর্মী, সমর্থকদের উপর যে পরিমাণ ফোর্স করেছে তা গ্রহনযোগ্য নয়।


তদন্ত সাপেক্ষে যথাযথ প্রক্রিয়ায় বিগত দিনের সকল অন্যায় ও দুর্ঘনা এবং গত পাঁচ আগষ্ট থেকে সাত আগষ্ট ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনার অবশ্যই সঠিক তদন্ত সাপেক্ষে মীমাংসা করা দরকার। 


সম্প্রীতির দেশ বাংলাদেশ, এখানে রাজনৈতিক অস্থিরতা তৈরী করে বিভিন্ন সময়ে বিভিন্ন মহল তার ফায়দা লুটেছে।


শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে জাতির জনকের এই সোনার বাংলার সাধারণ জনতা, সাধারণ মানুষ।


বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ হলো অর্থনীতিকে চাঙ্গা করা, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদের চেতনাকে ধারন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মাস্টার প্লান মোতাবেক একটি সুদুরপ্রসারি পরিকল্পনা গ্রহণ করা এবং সেই মোতাবেক কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া।


অন্তবর্তীকালীন সরকারের সকল ছোট-বড় রাজনৈতিক দলের প্রতি সমান সুযোগ সুবিধা দিয়ে মুলধারার রাজনীতি করার পরিবেশ তৈরীর করে দেওয়া।


তড়িঘড়ি করে কোন কিছু না করে মনস্তাত্ত্বিক চিন্তাধারায় বর্তমান অন্তবর্তীকালীন সরকার এগিয়ে যাক মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে।


প্রতিষ্ঠিত হোক গনতন্ত্র, মুক্তিপাক বাক স্বাধীনতা ! কতটা সফলতা আসে সেটাই দেখার বিষয়!  সার্বিক পরিস্থিতিতে জনকল্যাণমুখী পদক্ষেপে এগিয়ে যাক সরকার তার মহতী উদ্যোগে।


(তারিখঃ ৮ আগষ্ট ২০২৪)


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন