ঢাকা | বঙ্গাব্দ

পটিয়া-কর্ণফুলীতে মৎস্য খাতে পুরস্কার পেলেন ৫ জন জাতীয় মৎস্য সপ্তাহ

  • আপলোড তারিখঃ 03-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 219046 জন
পটিয়া-কর্ণফুলীতে মৎস্য খাতে পুরস্কার পেলেন ৫ জন  জাতীয় মৎস্য সপ্তাহ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটিয়া ও কর্ণফুলী উপজেলায় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন ৫জন। গতকাল বুধবার পটিয়ায় ও কর্ণফুলী উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপ্ত এ ৫ জনের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত পটিয়া ও কর্ণফুলীতে র‌্যালি, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পটিয়ায় আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম। বিকেলে কর্ণফুলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাতের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফারুক চৌধুরী।


দুই উপজেলায় মৎস্য খাতে অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রাপ্তরা হলেন, পটিয়ায় ইউপি চেয়ারম্যান মো. জাকারিয়া ডালিম, আনোয়ার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন হেলাল ও সফল পোনা উৎপাদনকারী মো. ইউছুফ আলী এবং কর্ণফুলীতে মাছ রপ্তানিতে মাসুদ ফিশ প্রসেসিং এন্ড আইস কমপ্লেক্সের পরিচালক তারবীর হোসাইন ও মেসার্স মদিনা হ্যাচারির মালিক মোহাম্মদ ইয়াছিন।


এ উপলক্ষে পটিয়া ও কর্ণফুলীতে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।


সহকারী তথ্য অফিসার উজ্জ্বল কুমার শীলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহাব উদ্দীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: ইলিয়াছ, প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, মৃন্ময় কুমার দাশ, সোলতানা রাজিয়া।


কর্ণফুলীতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র, এনামুলক হক প্রমুখ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন