ঢাকা | বঙ্গাব্দ

ফুলবাড়ীতে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

  • আপলোড তারিখঃ 14-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 233250 জন
ফুলবাড়ীতে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতার  চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কুরআন খতম ও তার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।


যুগান্তর ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইনের সভাপতি ইমাম রেজার আয়োজনে রবিবার হযরত ফাতেমা-তুজ-যোহরা কওমি মাদ্রাসা ও এতিমখানায় সকাল থেকে কোরআন খতম ও দুপুরে দোয়া আয়োজনসহ মাদ্রাসার ছাত্রী, এতিম, আমন্ত্রীত অতিথি ও বিভিন্ন সংবাদকর্মীদের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়।


এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি লিমন হায়দার, দৈনিক মানবকন্ঠ ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সন্পাদক মোঃ  জাহাঙ্গীর আলম, মাদ্রাসার মুহতামিম মো. মাহফুজুর রহমান, হাফেজ সাখাওয়াত হোসেনসহ ফুলবাড়ীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী।


মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার মুহতামিম মো. মাহফুজুর রহমান। মাদ্রাসার ছাত্রীসহ এতিমদের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলামের কর্মময় জীবন স¤পর্কে জানানো হয়।


লিমন হায়দারসহ সকল বক্তাগণ বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশ ও মানুষের কল্যাণে কাজ করে দেশের লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থান করেছেন এবং দেশের অর্থনীতিতে তাঁর ভূমিকার কথা তুলে দরা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন