ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

  • আপলোড তারিখঃ 09-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 39398 জন
ভোলায় হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে দিলেন পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলায় হারিয়ে যাওয়া কয়েকটি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ই জানুয়ারী )  ভোলা পুলিশ সুপারের মাধ্যমে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।


পুলিশ জানায়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে  জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ)মোঃ আল আমীন  এর তত্ত্বাবধানে  বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের কয়েকটি স্মার্ট ফোন উদ্ধার করেন।  


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, ওসি ডিবি ইকবাল হোসেন ,এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন। 


ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও  জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন