ঢাকা | বঙ্গাব্দ

বেলকুচিতে যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 241942 জন
বেলকুচিতে যুব মহিলা লীগের  ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বাংলাদেশ যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (৬ জুলাই) সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা চত্বর এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পুষ্পমাল্য অর্পণ শেষে বেলকুচি আওয়ামী লীগের দলীয় কার্যালয় নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

উপজেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শিরিন শিলার সভাপতিত্বে ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তারের সঞ্চালনায় আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। 

বিশেষ অতিথি ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আমিরুল ইসলাম সরকার,সহ বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রতন, বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ এর পি এস ও সাবেক বেলকুচি সরকারি কলেজের ছাত্রলীগ নেতা মোঃ সেলিম রেজা, সাবেক বেলকুচি উপজেলা পরিষদে ভাইস  লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন