ঢাকা | বঙ্গাব্দ

ঈদ শেষে কর্মস্থলে নির্ভিঘ্নে ফিরতে ভোলার ইলিশা আঞ্চলিক মহাসড়কে নৌবাহিনীর বিশেষ টহল ও অভিযান

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1249 জন
ঈদ শেষে কর্মস্থলে নির্ভিঘ্নে ফিরতে ভোলার ইলিশা আঞ্চলিক মহাসড়কে নৌবাহিনীর বিশেষ টহল ও অভিযান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভোলা মহাসড়ক পরানগঞ্জ বাজার এলাকায় নৌ কন্টিনজেন্ট ভোলা সদর এর নেতৃত্বে ভোলা বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ শাহাদৎ হোসেন চৌধুরীর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করা কালীন ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র বিহীন ০৬ টি সিএনজি, ০১টি বাস, ০৫ টি মোটরসাইকেল, ০১ টি ট্রাকসহ মোট ১৩ টি যানবাহন আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ১৩ টি যানবাহনের মালিকদের আলাদা আলাদা হারে সর্বমোট ৮৭'হাজার টাকা জরিমানা করা হয় ও ০৩ টি যানবাহনের মধ্যে ০১টি সিএনজি এবং ০২টি মোটর সাইকেল আটক করে ভোলা সদর থানায় প্রেরণ করা হয়।

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই ২০২৪ হতে অদ্যবদি নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা অস্ত্র, মাদক, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণ ও ঝাটকা নিধন প্রতিরোধ এর মত গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ৬ এপ্রিল (রবিবার) সকাল ১১ ঘটিকা হতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানা পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষ এর সমন্বয়ে ঈদ ‌পরবর্তী সময়ে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে পরানগঞ্জ বিশ্বরোড এলাকায় যৌথ টহল ও তল্লাশি চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোলা জেলায় মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক এ ধরনের বিভিন্ন রকম টহল ও নিরাপত্তা মূলক কার্যক্রম চলমান থাকবে বলে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার জানিয়েছেন।

এ ছাড়াও, নৌবাহিনীর বিভিন্ন রকম অপারেশনাল কর্মকান্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, এবছর চলমান জাটকা নিধন প্রতিরোধ অভিযানে ৮৩ কোটি ১২ লাখ টাকার অবৈধ জাল ও ঝাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী এর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহিনুর রহমান আকাশ

কমেন্ট বক্স
দৌলতপুরে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ

দৌলতপুরে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ