শুভ জন্মদিন আদর্শ মা
কলমে: সৈয়দা তানিয়া সিমি (রাজবাড়ী)
ভুবন আলো করে জন্ম দিল তোমায় মা
তার আদর্শে বেড়ে উঠলে তুমি শিক্ষার পথে
আলোকিত আলোর রাজ্যে ভুবন আঙিনায়,
বাংলায় অনার্স মাস্টার্স ইডেন কলেজে
শিক্ষার দুয়ার টেনে নিয়ে গেল বৈবাহিক বন্ধনে !
শুরু হলো জীবনের নতুন পথ জমিদার বাড়ির বউ
জীবনসঙ্গী হলেন রং তুলির ক্যানভাসের মতন,
যার কাছে বলতে মনের সুখ দুঃখের কথা হেসে খেলে
শুরু হলো সত্যি কারের ক্যানভাসের রং তুলি
আঁকতে তখন গৃহবধূ হয়ে মনের আনন্দে শৈল্পিক চিত্রে !
পরিপাটি গোছানো সংসার সাজালে নিজের হাতে
যে ঘরের প্রতিটি ছোঁয়ায় ভালোবাসা শান্তির নিকেতন টেনে
ঘর আলো করে এলো দুটি কন্যা সন্তান সুমনা সাথী
আল্লাহর নেয়ামত প্রথম কন্যা সন্তান বলে আলহামদুলিল্লাহ !
ছেলের সমতুল্য ওরা মানুষ করেছ তোমার মায়ের আদর্শ নিয়ে
ঠিক তুমি যেমন বেড়ে উঠেছ শিক্ষার দুয়ার টেনে সম্মানে,
সুমনা দিবা কে মানুষ করেছ মানুষের মতন করে !
শিখিয়েছো সহনশীলতা মানবিক কাকে বলে কল্যাণের পথে ।
তাই ওরা তোমারি মতো কন্যা হয়েও ওরা তোমার আদর্শ মা
যেমনটি তুমি ওদের আদর্শ মা ভালোবাসা বন্ধুত্ব মায়ের সাথে,
পরিবারই শিক্ষা দেয় সন্তানকে আদর্শ মা হতে !
আমার দেখা তুমি সেই মহীয়সী নারী একজন আদর্শ মা
আজ তোমার জন্মদিন আমরা সবাই আছি তোমার সাথে।
তোমার আদর মাখানো ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা
এই সব কিছুই তোমার সন্তানদের জন্য সন্তানদের পাশে থেকে
সাহস যুগিয়ে এগিয়ে নিয়ে যাও পরীক্ষার হলে !
যেমনটি গেলে তোমার সিমি মায়ের সাথে পরীক্ষা অব্দি
বসে থাকা কেমন হয়েছে জিজ্ঞাসা করা বাড়িতে পৌঁছে দেয়া ,
এগুলো ভালোবাসার একটি বহিঃপ্রকাশ অন্তরের একটি টান
আমার কবিতা তুমি খুব পছন্দ কর তাইনা তাই তোমার জন্মদিনে
দিলাম আমার কবিতা ছুঁড়ে আলতো করে একজন আদর্শ মাকে,
তিলে তিলে গড়েছ তুমি সুখের সংসার নিজে !
অনেক মানুষ দেখেছো তুমি বিপদের সম্মুখে যায় না পাওয়া কাউকে
নিজে তখন বলিষ্ঠ হয়ে একা হাতে সংসার গুছিয়েছো আপন সাজে,
দুটি সন্তানের মুখ চেয়ে সংসারের টানে ভালোবেসে গেছ ভরপুর
আঁকড়ে ধরে স্মৃতির সংসারে ভালোবেসে তিলে তিলে,
গুছিয়েছো আপন সাজে আদর্শ, সম্মান, আভিজাত্য সচেতন হয়ে
তোমার সুদীসার রান্নাঘরের পেজটাতে অনেকদিন ঢোকা হয় না
ভাবছি ঢুকবো তোমার বিস্কিটগুলো তো নিতে হবে আমার,
অসাধারণ বানিয়েছো ভেজাল মুক্ত বিস্কিট তোমার ভীষণ টেস্টি
প্রথম এডটা আমি দিয়েছিলাম তুমি সত্যি কারের একজন মহীয়সী বলে !
আজ যে তোমার জন্মদিন শুভ জন্মদিন আমাদের মা অনেক ভালো থেকো
শুভ হোক আগামী নতুন ভবিষ্যৎ সন্তানদের নিয়ে আলোর রাজ্যে,
সুনামের পথে অনেক খ্যাতি নিয়ে সম্মানের সাথে তোমার আদর্শ নিয়ে !
অনেক অনেক অনেক অনেক ভালোবাসা অনেক আদর তবে
অনেক স্মৃতি জমানো রইল স্মৃতির ফ্রেমে তবে সুন্দর অতীত হয়ে ,
জন্মদিন শুভ হোক দিনটি কাটুক ভালো বছর আসুক সুন্দর হয়ে
প্রতিটি দিন আল্লাহর দানে রহমতের ইশারায় সুন্দর হোক সবে।