ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু

  • আপলোড তারিখঃ 25-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 247265 জন
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে হনুমানের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

নড়াইলে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২৫ জুন) সকাল ৬টার দিকে পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের সৈয়দ আব্দুর রহমানের বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওই হনুমানটি।


প্রত্যক্ষদর্শি আর্টিস সাখি জানান, সকাল ৬টার দিকে আমার ও সৈয়দ আব্দুর রহমান উভয় বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায় হনুমানটি।  তিনি আরও জানান, প্রায় ২ বছর ধরে ২টি হনুমান একসঙ্গে নড়াইল শহরে বসবাস করে আসছিলো। এরমধ্যে আজ একটি হনুমান মারা যায়। আরও ১টি হনুমান আশেপাশেই রয়েছে।  


নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ খন্দকার এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, হনুমানটি যে স্থান থেকে বিদ্যুপৃষ্ট হয়ে মারা গেছে সেখান থেকে ৫/৬ বাড়ির উত্তর পাশে নড়াইল বন বিভাগের অফিস।


আমার বাড়ির দক্ষিণ পাশের বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হনুমানটি মাটিতে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই সে মারা যায়। পরে বন বিভাগের লোকজন খবর পেয়ে এসে হনুমানটিকে হাসপাতালে নিয়ে যায়।



এ খবর পেয়ে নড়াইল বন বিভাগের ফরেষ্টার এসকে আব্দুর রশীদ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃত্যু হনুমানটিকে উদ্ধার করে নড়াইল সদর প্রাণিসম্পদ অফিসে নিয়ে যান তিনি।  


হনুমানটির মৃত্যু ও সংরক্ষণ সম্পর্কে বন বিভাগ নড়াইলে অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি বনসংরক্ষক অমিতা মন্ডল জানান, ‘নড়াইল বন বিভাগের ফরেষ্টার এস কে আব্দুর রশীদ সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি খুলনা বন্যপ্রাণি অধিদপ্তরকে জানিয়েছি।    


এদিকে হনুমানটির ময়নাতদন্ত শেষে নিয়মানুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন