ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়া, রেড জোন ঘোষণা, রাসেলস ভাইপার সাপের কারণে

  • আপলোড তারিখঃ 22-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 249259 জন
কুষ্টিয়া, রেড জোন ঘোষণা, রাসেলস ভাইপার সাপের  কারণে ছবির ক্যাপশন: স্বাধীন৭১
LaraTemplate

কারেন্ট জাল রেডী রাখেন। বাড়ির আশপাশে বসায়ে দেই।  ঝোপঝাড় পরিষ্কার রাখুন।  রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা,চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন। 



সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেল ভাইপার সাপ কুষ্টিয়ায় আসার সম্ভাবনা খুব বেশি।


রাসেল ভাইপারঃ

এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে এন্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র  ২০%। এটার এন্টিভেনম  বাংলাদেশে নাই ।


আর এই দেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোন অবদান  নাই।


আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।


অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।


এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে 

এরা সরাসরি ---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। 


সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।


তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন