কিশোরগঞ্জের সদর ও কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ৪২ টি আসনের অগ্রিম টিকিটসহ কালোবাজারীর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. রহমত উল্লাহ(২৯) কটিয়াদী উপজেলার ফুলবাড়িয়া এলাকার মো: কাছুম আলীর ছেলে ও মো. মোখলেছ ভূইয়া(২০) একই এলাকার সহশ্রাম এলাকার কাজল ভূইয়ার ছেলে।
বুধবার, ৩ এপ্রিল বেলা দুইটার দিকে তাদেরকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন ও গচিহাটা রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৪২ টি আসনের অগ্রিম টিকিট ও নগদ ৪ হাজার ২শ’ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
তিনি আরো জানান, পবিত্র ঈদ কে সামনে রেখে একটি টিকিট কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী রেলওয়ে স্টেশন এর আশপাশের এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম সংগ্রহ করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করে রাখে এবং পরবর্তীতে সাধারণ জনগণের মাঝে বেশি দামে টিকিট বিক্রয় করে থাকে।
এবিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা ও কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে।