ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরের চিরির বন্দরে আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিসের গাড়ি এলাকাবাসীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে

  • আপলোড তারিখঃ 04-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 278931 জন
দিনাজপুরের চিরির বন্দরে আগুন নিভাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফায়ার সার্ভিসের গাড়ি এলাকাবাসীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দিনাজপুর  চিরিরবন্দর  উপজেলার  একেবারে  উত্তরে  চিরিরবন্দর  থানার  শেষ প্রান্তে,  ১২  নং  নাসরাতপুর ইউনিয়নের  রানীর বন্দর  সানলাইট  স্কুলের  সংলগ্ন এলাকায়  আগুন  লেগে  পুড়ে  একটি  বাড়ি। ঘটনাটি  ঘটে  শুক্রবার  মাগরিবের  আযানের  একটু আগে।  তবে  আগুন  লাগার  মেইন  কারণ  হচ্ছে  বৈদ্যুতিক  সার্কিটের  শর্ট  সার্কিট  থেকে,  আগুন লেগেছে  বলে  প্রাথমিক  ধারণা  করেছেন। তবে  এলাকাবাসীর  মন্তব্য  অনুজায়  তারা  ধারণা  করে  যে গরুর পাশে  কয়েল  ধরিয়ে দেওয়াতে  এই   আগুন  লাগে।


তবে  তাৎক্ষণিক  ৯৯৯  এ ফোন  দিয়ে ফায়ার  সার্ভিসের  হেল্প চাই  ,সেই বাড়ির   মালিকের  ফোন পেয়ে   তাৎক্ষণিক চিরিরবন্দর  ফায়ার  সার্ভিস  সেখানে  দ্রুতগতিতে  গাড়ি  চালিয়ে  আগুন  নিভাতে যায় । কিন্তু তার মধ্যে হঠাৎ একটি শশা ভর্তি ট্রাকের সঙ্গে  ফায়ার  সার্ভিসের  লুকিং  গ্লাস লেগে  যায়  এ  সময়  পিকআপে  থাকা  ড্রাইভার  এবং  হেল্পার  এর  কোন  ক্ষয়ক্ষতি হয়নি  । সেখান   থেকে  ফায়ার  সার্ভিস  এর গাড়ি ঘটনা স্থলে  পৌঁছায় এবং আগুন নিভাতে  সাহায্য  করে।


কিন্তু  ফায়ার  সার্ভিস  এর  গাড়ি  লেটে যাওয়ায়  এলাকাবাসী  আগুন  নিভাতে  সক্ষম হয় এলাকাবাসী জানায় ফায়ার সার্ভিস  অনেক  দূরে  হওয়ায়  তাদের আসতে  অনেক  লেট হয়।  সেই সাথে  এলাকাবাসী  আগুন  নিভাতে  সাহায্য  করে সবাই ছুটে আসে আগুন নিভাতে। তবে বাড়িতে  থাকা  গোয়ালঘর  এবং  রান্নাঘরে আগুন লাগে  কিন্তু গরু কিংবা মানুষের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন। এলাকাবাসী । ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ এনেছেন এলাকাবাসী।


এদিকে বাড়ির মালিক আইয়ুব আলী জানায় যে মাগরিবের আজানের আগে সে গোয়াল ঘরে গরু বাঁধায় রাখে এবং কি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে কোন প্রকার সমস্যা নেই হুট করে বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ায় আগুন লেগে যায় ওই গোয়াল ঘরে তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায়। দুর্ঘটনায় বেশি ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়নি।


তবে এলাকাবাসীর দীর্ঘদিন ধরে চাওয়া ছিল একটি চিঠির বন্দর রানির বন্দর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন হোক, তবে ফায়ার সার্ভিস দেওয়ার জন্য সব ঠিকঠাক থাকলেও কাজ ঠিকমতো হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী ।তো সব মিলে এলাকাবাসীর চাওয়া যে খুব দ্রুত যেন এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন হয়। তো অচিরেই রানির বন্দরে ফায়ার সার্ভিস স্টেশন হলে স্বস্তি পাবে এলাকাবাসী এমনটি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন