দিনাজপুর চিরিরবন্দরে অটোবাইক চালককে গলা কেটে অটো ছিনহাইকারি ( ৩) জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন - মোঃ মোকছদুল মোমিন (২৫),মোঃজামাতুল ইসলাম (৩০) এবং মোঃ রাজন (৪০)।
শুক্রবার (২১ জুন) সকালে ১০ টার দিকে দিনাজপুর নিজ অফিসে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ শেখ জিন্নাহ আল মামুন।
পুলিশ সুপার মোঃ শেখ জিন্নাহ আল মামুন।
জানান, গত ৪ জুন রাতে আসামি মোকছদুল মোমিনসহ তার সহযোগীরা সৈয়দপুর থেকে আফরাফুলের অটো রিজার্ভ নেন পরে চিরিরবন্দরের ফতেজংপুর ইউনিয়নের জোতরঘু গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে আশরাফুলের হাত পা বেঁধে বেধড়ক মারধর করে। অটো ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। প্রতিরোধ করলে অদের কাছে থাকা অস্ত্র দিয়ে।
অটোচালকের গলা কাটে। তার পর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসনালিতে আঙ্গুল ঢুকিয়ে দেয়। এবং অটো নিয়ে পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা উদ্ধার করে আশরাফুলকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে । তার পর অবস্থা গুরুতরো হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আশরাফুল থানায় মামলা করে।
তাৎক্ষণিক অভিযানে নেমে প্রথমে মোকছদুল মোমিনকে বোমার এলাকা থেকে আটক করা হয়। মোমিন জানায়, আলামিন ও বাবু ইজিবাইকের ৫টি ব্যাটারি ৩৮ হাজার বিক্রি করে দিয়ে টাকা ভাগ করে নেয় ।
পরে দিনাজপুরের চাউলিয়াপট্রি থেকে মোঃ রাজনকে ও ব্যাটারি ব্যবসায়ি জামাতুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে মহারাজা মোড়ে গুলজার নামক এক ব্যাটারি ব্যবসায়ির কাছ থেকে ৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।
জিন্নাহ আল মামুন আরো বলেন , এ ঘটনার সঙ্গে জড়িতদের সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এবং কঠোর শাস্তি দেওয়া হবে।