ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নান্দাইল (নরসুন্দা) উদ্যোগে বৃক্ষরোপন,মেধাবী সংবর্ধনা ও পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮জুন) সকাল ১০ টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের কনফারেন্স রুমে মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব নান্দাইল(নরসু্ন্দা) সভাপতি রাজু আহমেদ এর সভাপতিত্ব করেন।
আব্দুল্লাহ আল মারুফ ও মাকসুদা বিনতে হাবিব মিশি সঞ্চালনাউ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাংকার হাসান শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলমগীর কবির দোলন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লেকচারার ওমর শাহ্ রাফি সহ প্রমুখ। অনুষ্ঠানে নান্দাইল উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যাক টু ন্যাচার' প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, পথচারী ও কর্মজীবি ২৫০ জনের মাঝে উন্নত মানের চারা গাছ বিতরণ করেন। এসময় শিক্ষার্থীদের মেলাবন্ধনে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষ রোপনের ভুমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন রুমি মেমোরিয়াল গ্রীন ইনিশিয়েটিভ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আজকের পত্রিকা, দৈনিক যুগান্ত ও দি ট্রাইবুনাল।