ঢাকা | বঙ্গাব্দ

খুলনার সার্কিট হাউজ ময়দানে পবিত্র ঈদুল - আযহার প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে

  • আপলোড তারিখঃ 12-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 256976 জন
খুলনার সার্কিট হাউজ ময়দানে পবিত্র ঈদুল - আযহার প্রধান জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পবিত্র ইদ-উল-আযহা-২০২৪ এর জামাত খুলনা সার্কিট হাউস ময়দানে  যথাযোগ্য মর্যাদা  সাথে উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


 খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।  আবহাওয়া প্রতিকূলে  পরিবেশ স্বাভাবিক থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।


সকাল ৭ টায় ৩০মিনিটে  খুলনা আলিয়া মাদ্রাসা  মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও  স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক  তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


নগরীর প্রধান প্রধান সড়ক গুলোতে  গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা ও ঈদ মোবারক (বাংলা ও আরবী) খচিত ব্যানার দিয়ে সজ্জিত রাখা হবে । বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে এ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। 


আইনশৃংঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। ঈদ-উল-আযহার আনন্দ উৎসাহ তে আতশবাজি ও পটকা ফোটানো, রাস্তা বন্ধ করে স্টল তৈরি, উচ্চস্বরে মাইক, কোন প্রকার পরিবেশ নষ্ট করা যাবে না। 


এবং দুর্ঘটনার আশংকা থাকে এমন কোন প্রকার কার্যকলাপে থাকা যাবে না। এবং  শহরের সৌন্দর্য নষ্ট হয় এমন কোন প্রকার অসামাজিক কার্যকলাপ  করা যাবে না। 


 ঈদের সময়  বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, অজ্ঞান ও মলম পার্টি, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা বন্ধে টার্মিনাল সংযোগ সড়ক, রেলস্টেশন, বাস ও নৌযান টার্মিনালসমূহে সাদা পোষকধারী পুলিশ মোতায়েন থাকবে এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।


কোরবানির চামড়ার বাজারকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে সতর্ক থাকতে হবে, পশুর চামড়া ভালোভাবে ছাড়ানো, রক্ষণাবেক্ষণ এবং কোরবানির পর পশুর রক্ত দ্রুত ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলাসহ দ্রুততম সময়ে পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে।


পশুর চামড়া নির্ধারিত দামে ক্রয় করা এবং এতিমখানা মাদ্রাসাসহ অন্যান্যরা যাতে চামড়ার ন্যায্যমূল্য পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  পরিবেশ দূষণরোধে নির্দিষ্ট স্থানে সকল পশু কোরবানি/জবাই করতে হবে।


খুলনার সার্কিট হাউজ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠানের সময় মুসল্লীদের গাড়ি পার্কিং এর জন্য খুলনা জেলা স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম সংরক্ষিত থাকবে, মুসল্লীদের অযুর জন্য পানির ব্যবস্থা রাখা হবে। বাস, লঞ্চ, স্টিমারে যাতে অতিরিক্ত যাত্রী উঠতে না।


পারে এবং বেপরোয়াভাবে যান চলাচল করতে না পারে তার জন্য আইনশৃংঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এবং সেই সাথে সাথে বাস  নৌ পারাপারে সীমিত সংখ্যা যাত্রী নিয়ে সাবধানে  যাতায়াত করতে বলা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন