মিরপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে জমিতে রাইস ট্রান্স পান্টারের দ্বারা চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ জুন) মিরপুর উপজেলার ছাতিয়ান ইউপির এলাকায় ২০ একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।
উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা, মাননীয় সংসদ প্রতিনিধি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিরপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমলয়রে মাধ্যমে ধান চাষাবাদ করলে সময অর্থ খরচ কম হয়। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহাযক ভূমিকা হবে।
সমলয়রে মাধ্যমে ধান রোপণে নতুন প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কৃষক হবে। উদ্যোক্তা তৈরি হবে। রাইস ট্রান্স পান্টারের মাধ্যমে ধান লাগানো পদ্ধতি আরো সহজ হবে।