কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা।
আব্দুল্লাহ আল মামুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ মিরপুর প্রেসক্লাব এম পি সি আহবায়ক সুমন আহমেদ প্রমুখ,অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মূখ্য পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।