ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরের খলসী ইউনিয়নে রাস্তা সংস্কার দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 27-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 12343 জন
দৌলতপুরের খলসী ইউনিয়নে রাস্তা সংস্কার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মা‌নিকগঞ্জ জেলার  দৌলতপুর  উপ‌জেলার  খলসী ইউনিয়‌নের  পারমস্তুল ও বিষ্ণুপুর   রাস্তা  সংস্কার দা‌বিতে মানব বন্ধন ক‌রে‌ছে এলাকাবাসী। আধা  কিলোমিটার রাস্তা সংস্কার  দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

সড়ক দুর্ঘটনা রোধ আজ   সোমবার  (২৭ জানুয়া‌রি)   দুপুর ১২ টায়  পারমস্তুল ও বিষ্ণুপুর ‌জি‌সি সড়কে  এলাকাবাসী এ কর্মসূচি পালন করে ।


মানববন্ধনে বক্তব্য রাখেন, খলসী  ইউনিয়ন বিএন‌পি  যুব দলের সভাপ‌তি আব্দুল কুদ্দসের সভাপ‌তিত্বে  খলসী ইউ‌নিয়ন যুব দ‌লের সাধারণ  সম্পাদক মো. পিন্টু প্রধান , শ‌ফিকুল ইসলাম (শ‌ফিক) মাস্টার , ই‌লিয়াস হো‌সেন ও রিপ‌ন মিয়া সহ আরও  বি‌ভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছি‌লেন।


মানববন্ধনে বক্তারা বলেন,  এ সড়কের পাশে কালীগঙ্গা নদী । এই রাস্তা দি‌য়ে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান  শিক্ষার্থী‌দের চলাচল র‌য়ে‌ছে। সে সকল বিদ্যালয় শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পরতে হয়। রাস্তা সরু ও বিভিন্ন জায়গায় খানাখদ‌ল  হওয়ার কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন মোটর সাই‌কেল ঘুরার গা‌ড়ি সহ ইউনিয়নের প্রায় কয়েক হাজার মানুষ চলাচল করে। এছাড়াও কৃষি মৌসুমে এ অঞ্চল কৃষি নির্ভর হওয়ার কারণে চার টি ইউ‌নিয়‌ন সহ দৌলতপুর ও ঘিওর উপজেলায় বিভিন্ন জায়গা থেকে আসা পন্যবাহী গা‌ড়ি চলাচলে মারাত্মক সমস্যার‌‌ সৃষ্টি হয়। একটি গাড়ি অপর একটি গাড়ীকে ক্রসিং করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এতে করে প্রায় সময় ওই দুর্ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি ৫০০ ফিটের এ সড়কটি সংস্কার করে দেওয়ার দাবী জানিয়েছে এলাকাবাসী।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২