মীরসরাইয়ে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল দরজার তালা খুলে ২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকাসহ জায়গা জমির দলিল নিয়ে যায়।
মঙ্গলবার (২৮ মে) ভোররাতে মীরসরাই সদর ইউনিয়নের মান্দার বাড়িয়া গ্রামের কুনা মিয়া সাহেবের বাড়ির কফিল উদ্দিন রিহাবের ঘরে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কফিল উদ্দিন রিহাব জানান, তারা বাড়িতে ছিলোনা। এই সুজুকে অজ্ঞাত চোরের দল নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, জায়গার দলিলসহ তার ছোট বোনদের লেখাপড়ার সার্টিফিকেট নিয়ে যায়। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।