ঢাকা | বঙ্গাব্দ

মা রান্নার কাজে ব্যস্ত, ঘরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের

  • আপলোড তারিখঃ 18-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 275138 জন
মা রান্নার কাজে ব্যস্ত, ঘরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা এলাকায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে ইকরা নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।



শনিবার (১৮ মে) দুপুরে দুলার হাট থানা এলাকার ফরিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।


দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃত ইকরা ওই গ্রামের আব্দুল জলিল ও বিবি মরিয়ম দম্পতির একমাত্র সন্তান ছিল।


ওসি জানান, শনিবার দুপুরে শিশুটির মা বাড়িতে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল, তখন শিশুটি ঘরে থাকা বিদ্যুৎতের প্লাগ স্পর্শ করে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়েন। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন