ঢাকা | বঙ্গাব্দ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ভারতের বংশভুত কিভাবে বাংলাদেশের নাগরিক হলো

  • আপলোড তারিখঃ 11-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 257988 জন
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ভারতের বংশভুত কিভাবে বাংলাদেশের নাগরিক হলো ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

 কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাতয়ারা জলি কবিরাজ ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বিদুপুর গ্রামে বাড়ি ইকফাতয়ারা জলি পিতা আফাজ উদ্দীন বিশ্বাস।


এলাকাবাসীর অভিযোগ শির্ষ সন্ত্রাসী ক্রসফায়ারের তালিকা ভুক্ত আসমী সোহেল রানা ওরুশ কবিরাজ ভারতে পালাতক থাকা অবস্থায় বিয়ে করে ওরুশ কবিরাজ দির্ঘদিন ভারতে জেলে খেটে বের হয়ে আওয়ামী লীগ নেতাদের হাত ধরে বাংলাদেশে আত্মসমর্পণ করে,ক্রসফায়ারের হাত থেকে বেঁচে যায়।


জেল থেকে বের হয়ে আওয়ামী লীগ নেতাদের পল্টি দিয়ে নৌকা বিরোধী নির্বাচন করে এলাকায় ত্রাশ সৃষ্টি করে এরই মধ্যে ভারতীয় মেয়ে জলি কবিরাজ বাংলাদেশে এসে নির্বাচন করে কিভাবে এলাকাবাসীর অভিযোগ কিভাবে বাংলাদেশের নাগরিক হলো।


জলি কবিরাজ নেশাখোর ও মাদক ব্যাবসায়ির পক্ষ নিয়ে একটি কমেন্ট করেছে এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঢাকায় সাংবাদিকের হাতে আটক নারী ও মাদক সহ খালিদ হাসান তাপস নামে এক নেশা খোর জলি কবিরাজ তাপসের পক্ষ নিয়ে কমেন্ট করলে এলাকাবাসী হতাশ প্রকাশ করেছে একজন ছেলে নেশা করে নষ্ট হচ্ছে তাকে শাসন করা বাদ দিয়ে তাকে বাহবা দেওয়া খুবই দুঃখজনক ব্যাপার।


জলি ও ওরুশ কবিরাজ নৌকা বিরোধী নির্বাচন করে এলাকায় ত্রাশ ও দূর্নিতী করে যাচ্ছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা বলেছেন কোন দুষ্টু চরিত্র দূর্নিতীবাজ অপরাধকারীর দ্বায়ভার নেবেনা দল আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।


নৌকা বিরোধী, এলাকা বিরোধী, সমাজ বিরোধী, রাজাকার ওরুশ ও জলি কবিরাজের বিচার করতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার সাধারণ জনগণ।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন