ঢাকা | বঙ্গাব্দ

দীক্ষা পেলেন ইবি রোভার স্কাউটের ৩০ সহচর

  • আপলোড তারিখঃ 24-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 269880 জন
দীক্ষা পেলেন ইবি রোভার স্কাউটের ৩০ সহচর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

৩০ জন সহচরকে দীক্ষা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ। তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠানের শেষদিন শুক্রবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা এলাকায় এ দীক্ষা প্রদান করা হয়।


সহচরদের দীক্ষা প্রদান করেন রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড. আমিনুল ইসলাম। এসময় দীক্ষানুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট কাউন্সিলের সভাপতি রোভার মুসা হাশেমি, সাধারণ সম্পাদক রোভার এস.এ.এইচ ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ রোভার দিদারুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক রোভার আবু তালহা আকাশ, তথ্য প্রযুক্তি সম্পাদক রোভার আব্দুল্লাহ আজাদ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোভার কুলসুম আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক রোভার রত্না রানী কুন্ডুসহ অন্যান্য রোভার, গার্ল-ইন রোভার এবং সহচরবৃন্দ।


তিন দিন ব্যাপী এ তাঁবুবাস ও দীক্ষানু্ষ্ঠানে অংশগ্রহণকারী ৩০জন সহচরকে ৫টি উপদলে ভাগ করা হয়। উপদলগুলোর নাম যথাক্রমে- বিনয়ী, সদয়, প্রফুল্ল, নির্মল ও অনুগত।


উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথম দিন বুধবার (২২মে) স্কাউট আন্দোলনের ইতিহাস, শৃঙ্খলাবোধ, স্কাউট পোশাক, ব্যাজ, স্কাউটিং সংক্রান্ত বই ও পত্র-পত্রিকা, কোড অ্যান্ড সাইপার, লগবুক ও প্রগ্রেসবুক সম্পর্কে ধারণা দেওয়া হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩মে) প্রশিক্ষণ দেওয়া হয় বিপি পিটি, প্রাথমিক প্রতিবিধান, অনুমান ও পর্যবেক্ষণ, কনভেনশনাল সাইন সম্পর্কে। একইদিনে সহচরদর অংশগ্রহণে হাইকিং, মহা তাঁবু জলসা, ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভিজিল প্রদান করা হয়। এছাড়াও রোভারদের স্কাউট ওন সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এই দিনে।


ইবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন,‘দীক্ষা গ্রহণের মাধ্যমে এসব সহচররা স্কাউট আন্দোলনের একজন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। আমি আশা করি এ সকল সদস্য একজন দেশপ্রেমী ও নিষ্ঠাবান নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন