ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী বাঘা হতে ২০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব -৫

  • আপলোড তারিখঃ 08-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 280274 জন
রাজশাহী বাঘা হতে ২০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব -৫ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 



এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসি ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ০৭ মে রাজশাহী জেলার বাঘা থানাধীন আলাইপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (৪৪),কে ২০৪  বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে র‌্যাব-৫,



গ্রেফতারকৃত আসামির, পিতা-মৃত আহম্মদ আলী, সাং-চক নারায়ণপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে,রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর গ্রামস্থ সরকারী রাস্তায় নির্মিত নাদেরা সাকোর (ব্রীজ) কাছে ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।



উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত নাদেরা সাকো (ব্রীজ) এর কাছে পৌঁছা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন লোক তার হেফাজতে থাকা ০১ টি বস্তা মাথায় নিয়ে দৌড়ে পলানোর চেষ্টাকালে ঘটনাস্থল হরিরামপুর সাকিনস্থ পাকা রাস্তার মোড়ে তাকে আটক করে। পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশী করে উক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে।



 ধৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখলে রেখে কৌঁশলে রাজশাহী জেলার বাঘা থানাধীন বিভিন্নœ এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে,উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন