কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৪৮) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শাহজাহান আলী পৌরসভার যুগিপোল মহল্লার মৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজা কবিরাজের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া যাচ্ছিলেন শাজাহান।। পথে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শাজাহান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার ট্রলিটিকে আটক করেছে।