ঢাকা | বঙ্গাব্দ

বড়লেখা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 01-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 280570 জন
বড়লেখা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে মৌলভীবাজারের বড়লেখা থানায় ওপেন হাউজ ডে- তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বড়লেখা থানার আয়োজনে থানার হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) মহোদয় ।


প্রধান অতিথির বক্তব্যে আসন্ন উপজেলা নির্বাচন সম্পর্কে মাননীয় পুলিশ সুপার  বলেন, ”নির্বাচনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করলে পুলিশ কাউকে ছাড় দিবে না। পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনে তার দায়িত্ব পালন করবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আপনারাও দেশের সুনাগরিক হিসেবে পুলিশকে সহযোগিতা করবেন বলে আমি আশা করি।”


মাননীয় পুলিশ সুপার আরও বলেন, ”পুলিশ আপনাদের বন্ধু হিসেবে আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। আপনাদেরকেও পুলিশকে বন্ধু ভেবে অপরাধ সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে ।“


বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’র মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, বড়লেখা উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বাবু সুব্রত কুমার দাস শিমুল, দাসের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী প্রমুখ।


ওপেন হাউজ ডে’র এই মতবিনিময় সভায় বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন