ঢাকা | বঙ্গাব্দ

তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষক বন্ধ হয়ে গেল আবারো স্কুল ও মাদ্রাসা

  • আপলোড তারিখঃ 29-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 283425 জন
তীব্র  তাপপ্রবাহে অসুস্থ হয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষক বন্ধ হয়ে গেল আবারো স্কুল ও মাদ্রাসা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চলছে  সারা  দেশে  তীব্র  তাপপ্রবাহ।এর মধ্যেই  শনিবার  থেকে  স্কুল- কলেজ খুলেছে । তাইতো  গত   দুদিনে অনেক   শিক্ষার্থী  ও শিক্ষক  অসুস্থ  হয়ে  পড়েছে  গরমে। অনেক  জায়গায় মারাও গিয়েছে  শিক্ষার্থী । এম  সময়  তাপদাহের  মধ্যে স্কুল  কলেজ  মাদ্রাসা  খোলা  রাখা  নিয়ে প্রশ্ন উঠেছে। 



সারাদেশে চলোমান   তীব্র  গরমে  কারণে দেশের সব সরকারি  ও বে  সরকারি প্রাথমিক  বিদ্যালয় ও মাধ্যমিক  ও  মাদ্রাসা  শিশু  কল্যাণ  ট্রাস্টের  বিদ্যালয়  ও  উপানুষ্ঠানিক  শিক্ষা  ব্যুরোর লার্নিং  সেন্টার  আগামী  বৃহস্পতিবার  (২মে) পর্যন্ত বন্ধ  ঘোষণা  করা  হয়েছে।


গত সোমবার  প্রাথমিক  ও  গণশিক্ষা মন্ত্রণালয়  ১  সংবাদ  বিজ্ঞপ্তিতে  এ  ঘোষণা দেওয়া হয় ।  শিশু  শিক্ষার্থীদের  স্বাস্থ্য  ও সুরক্ষা  বিবেচনায় ও খাবার স্যালাইন বিশুদ্ধ পানি যেন ব্যবস্থা থাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে  বলে  সংবাদ  বিজ্ঞপ্তিতে উল্লেখ  করা  হয়।


উচ্চ  তাপপ্রবাহের  কারণে ০১  সপ্তাহ  এবং এদিকে  ঈদ ও রোজার  দীর্ঘ  ছুটি  শেষে  গতকাল  রোববার  প্রাথমিক  থেকে  উচ্চমাধ্যমিক  শিক্ষাপ্রতিষ্ঠান  খুলেছে । তবে  এক  দিন  ক্লাসের  পরই  কয়েকটি  জেলায়  নতুন  করে  ছুটির  ঘোষণা করা  হয় । তবে  প্রাথমিক  বিদ্যালয়গুলো  চালু  রাখার  ঘোষণা  দেওয়া  হয়েছিল  কিন্তু  বেশি  আক্রান্ত শিশু বাচ্ছারা  ।তবে এই বিবেচনায়  এখন আবার তা বন্ধ  ঘোষণা  করা  হল।


এদিকে চলমান চলমান তাপপ্রবাহের  মধ্যে প্রাথমিক  মাধ্যমিক  স্কুল  ও  মাদ্রাসার  ক্লাশ আগামী বৃহস্পতিবার  পর্যন্ত  বন্ধ  রাখার  নির্দেশ দিয়েছেন  হাইকোর্ট।


তা যদি কেউ অমান্য করে তাহলে কঠোর সিদান্ত  নিবে  সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। তবে  একই  জারি  ঘোষণা  করেছেন  বেসরকারি  স্কুল  গুলার   জন্য। এছাড়া  যদি  কোনো  প্রতিষ্ঠানে  পরীক্ষার  দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে সিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন