সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রান। এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহ সদরের ফ্রি ব্লাড ডোনেশন ময়মনসিংহ এর উদ্যোগে চতুর্থ বারের মতো বিনামূল্যে, ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
১৯ ( এপ্রিল)২৪ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত,
সংগঠনের স্বেচ্ছাসেবীদের উপস্থিতে ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কে, সকল বয়সী মানুষদের মাঝে স্বেচ্ছায় রক্তদান করার পরামর্শ , বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে ব্লাড প্রেসার মেপে দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনে আনাছ, জনাব তাহমিদ আহমেদ, জনাবা জেরিন সুপ্রভা এবং জনাবা হুমাইরা হিমু সহ আরো অনেকে।
উক্ত ক্যাম্পেইনে ১৫০+ জনের রক্ত পরীক্ষা , ২৫+ জনের ব্লাড প্রেসার মাপা হয়।