ঢাকা | বঙ্গাব্দ

ইবিতে রাজশাহী আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু জয়পুরহাটকে হারিয়ে চাঁপাইনবাবগঞ্জের শুভসূচনা

  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 108864 জন
ইবিতে রাজশাহী আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু জয়পুরহাটকে হারিয়ে চাঁপাইনবাবগঞ্জের শুভসূচনা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

রাজশাহী বিভাগের আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট ফুটবল দলের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হয় এতে ট্রাইব্রেকারে জয়পুরহাটকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ।


জানা যায়, শ্বাসরুদ্ধকর এ ম্যাচটিতে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলা শেষে ১-১ গোলে সমতা বিরাজ করে। পরে ট্রাইব্রাকারে ম্যাচটির ফলাফল নির্ধারণ করা হয় ট্রাইব্রাকারে জয়পুরহাটকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ফুটবল এই জয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন ও অধ্যাপক ড. শাহজাহান মন্ডল।


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দলের ক্যাপ্টেন মাহদী হাসান বলেন, ভালো প্রস্তুতি ছাড়ায় আমরা মাঠে নেমেছিলাম কিন্তু আমাদের জেলার ফুবলাররা দেখিয়ে দিয়েছে তারা ভালো ফুটবল খেলে ফলে আমরা জয় পেয়েছি এ জন্য আমরা আনন্দিত পরবর্তী আমাদের খেলোয়াড়রা আরও ভালো খেলবে এমনটি প্রত্যাশা।


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, এমন সুন্দর একটি ফুটবল খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই রাজশাহী বিভাগের জেলা ছাত্রকল্যাণ সমিতিগুলো রয়েছে এ খেলার মাধ্যমে আমাদের ৮ টি জেলার মাঝে ভাতৃত্ববোধ আরও বৃদ্ধি করবে এবং জেলা সমিতিগুলো নিজেরা সক্রিয় থাকবে বলে আশা করছি এবং মাঝেমাঝে এমন আয়োজন হবে বলে প্রত্যাশা রাখছি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২