ঢাকা | বঙ্গাব্দ

এই বয়সে এখন আমি

  • আপলোড তারিখঃ 19-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 288412 জন
এই বয়সে এখন আমি ছবির ক্যাপশন: অনলাইনে সংরক্ষিত ছবি
LaraTemplate

এই বয়সে এখন আমি

শাহ জামাল উদ্দিন


এখন জীবনের সাথে আঁতাত করে চলা
একটা দিনও পৃথিবীর সাথে প্রান খুলে
যায় না কথা বলা
মনে হয় বুকের ভেতর চর পড়েছে
এই বয়সে ।

পাশের ধান খেতে দেখি কত পাখি আসে
অথবা নদীর পানিতে ভাসে
আর আমার হলদে পাখিটা বালুচরে
চুপচাপ বসে থাকে ।

মনে পড়ে যৌবনের কথা শৈশবের কথা
এ আরেক ব্যথা অন্যরকম ব্যথা
এখন আর পৃথিবীর সাথে হয় না কোন কথা ।

আত্মার সঙ্গীতে প্রভূ তোমাকে কত ভাবে বলেছি
আমার আছে একটি হলদে পাখি
তাকে তুমি দিও কিছু পলিমাটি
আমার বুকের ভেতর এখন শুধু বালি আর বালি ।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন