ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয় শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ 15-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298020 জন
ভোলায় অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয় শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন: ভোলায় অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয় শীতবস্ত্র বিতরণ
LaraTemplate
ভোলার সদর উপজেলার ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রদূত সংস্থা-এএস কর্তৃক পরিচালিত অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতবস্ত্র বিতরণ করেন।

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অগ্রদূত সংস্থা-এএস এনজিওর আয়োজনে জেলার জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান মহোদয়ের সার্বিক সহযোগিতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং অগ্রদূত সংস্থা-এএস এনজিওর নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: রাকিবুল ইসলাম, জমিদাতা মোসাম্মেদ মাহফুজা খাতুন, অগ্রদূত সংস্থা-এএস এনজিওর পোগ্রাম অফিসার মো: তানজিদ হোসেন চৌধুরী।

এছাড়া অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন শুভ'র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষক মো: আইয়ুব আলী, মোহাম্মদ হাসনাইন ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষা প্রতিবন্ধী শিক্ষার্থীসহ তাদের অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীরা শীতবস্ত্র পাওয়ায় তাদের অভিভাবক কর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন ভোলার সুযোগ্য ও মানবতার প্রতীক যোগ্য জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান মহোদয়ের সহযোগিতার কারণেই আজ প্রধানমন্ত্রীর বিশেষ উপহার শীতবস্ত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পেরেছেন। এজন্য প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন