ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 03-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 290919 জন
ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মো কালু (৬২) নামের এক বাসিন্দার নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো তার মরদেহ।


বুধবার (৩ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার সংলগ্ন পাটোয়ারী বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।


বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত কালু তজুমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। গত ৩১ মার্চ বিকেল থেকে তিনি নিখোঁজ হন।


পরিবার সুত্রে পুলিশ জানায়, মৃত কালু গত ৩১ মার্চ বিকেল থেকে নিখোঁজ হোন। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। নিখোঁজের তিন দিন পর আজ দুপুরে একটি পুকুর থেকে তার ভাসমান লাশ পাওয়া যায়।


পুলিশ আরও জানায়, মৃত কালুর মরদেহে কিছু ক্ষত রয়েছে। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটি হত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব না।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন