ঢাকা | বঙ্গাব্দ

দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

  • আপলোড তারিখঃ 30-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 295155 জন
দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

ঢাকার দোহার উপজেলায় মো.আহাদ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী মোটরসাইকেল চালিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


শুক্রবার (২৯ মার্চ ) বৌ-বাজার টানা ব্রিজ সংলগ্ন দেওয়ান রহিম কফিশপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ উপজেলার কাঠালীঘাটা খালপাড় সাবেক বাবু মেম্বার (৪৫) ও রুজিনা (৩২) দম্পতির এক ছেলে এক মেয়ের মধ্যে ছোট ছেলে। আহাদ ৭ম শ্রেণীর ছাত্র। সরজমিনে জানা গেছে, উপজেলার বৌ বাজার টানা ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সাথে এক ভ্যানের ধাক্কা লাগলে রাস্তা থেকে ছিটকে পড়ে যান চালক আহাদ।এ সময় ভ্যানে থাকা মালামালের সাথে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়।



পরে আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।পরে ঢাকা হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় আহাদের মৃত্যু হয়। পরে রাত ১০ টায় তাদের নিজ বাড়িতে জানাযা দিয়ে খালপাড় কবরস্থানে দাফন সম্পুর্ণ করা হয়। এ ব্যাপারে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন,দূর্ঘটনায় কোন অভিযোগ পাই নি।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে  পদক্ষেপ নেয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন