ঢাকা | বঙ্গাব্দ

পিয়াল হাসান রুবেল প্রকাশ করেছে তার প্রথম কবিতা

  • আপলোড তারিখঃ 27-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 293248 জন
পিয়াল হাসান রুবেল প্রকাশ করেছে তার প্রথম কবিতা ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

কবিতা-   মা '

আমার মতো ধনী তিনি 'মা আছে যার ;

আদর সোহাগ কে পাবো তাঁর মতো আর।

দুংখ গুলো বলতে পারে. মায়ের কাছে বসে,

জীবন যুদ্ধে চলতে পারে, কঠিন সময় হেসে।

তাঁর মতোন সুখী মানুষ আর কেহ নাই। 

মা যে ভবে সবচেয়ে দামী ;দেখতে সবে পাই।

মায়ের মনে ভুলে ও কেউ কষ্ট দিসনে ভাই। 

সবার মা ভালো থাকুক এটাই শুধু চাই।



নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন