ঢাকা | বঙ্গাব্দ

সড়কে প্রাণ হারালেন বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম

  • আপলোড তারিখঃ 06-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298050 জন
সড়কে প্রাণ হারালেন বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম ছবির ক্যাপশন: সড়কে প্রাণ হারালেন বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম
LaraTemplate

সড়কে প্রাণ হারালেন বড়পুকুরিয়া কয়লাখনির ডিজিএম


নিজস্ব প্রতিবেদক:


দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (ইলেকট্রো মেকানিক্যাল প্রকৌশল) জোবায়ের আলী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে কুয়াশা আচ্ছন্ন শীতে রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট ব্রিজের কাছে দুর্ঘটনায় তিনি নিহত হন। রংপুর থেকে মোটরসাইকেলযোগে তিনি কর্মস্থল কয়লাখনির দিকে যাচ্ছিলেন।


নিহত জোবায়ের আলী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখাঁ গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ বড়পুকুরিয়া কয়লাখনির স্টাফ কোয়ার্টারে বসবাস করতেন।


বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।


স্থানীয়দের বরাত দিয়ে মাসুদুর রহমান আরও জানান, মঙ্গলবার সকালে ডিজিএম জোবায়ের হোসেন রংপুর থেকে মোটরসাইকেলযোগে কয়লাখনিতে আসছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-ফুলবাড়ী সড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, দুর্ঘটনা কবলিত স্থানেই প্রাণ হারান জোবায়ের হোসেন। পরে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

এদিকে ডিজিএম জোবায়ের হোসেনের মৃত্যুতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক পৃথক শোক প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন