ঢাকা | বঙ্গাব্দ

খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতার ই*ন্তেকাল

  • আপলোড তারিখঃ 08-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 299045 জন
খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতার ই*ন্তেকাল ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

চট্টগ্রাম জেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর পিতা বাদল খিয়াং (৭৩) ই*ন্তেকাল করেছেন। আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।


মৃ*ত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত বাদল খিয়াং চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক ছিলেন। আগামী সোমবার তার নিজবাড়ি চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের গীর্জায় সমাধিস্থ করার কথা রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। 

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এছাড়া কাপ্তাই প্রেস ক্লাব, রাঙ্গুনিয়া বন্ধুসভা, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, চন্দ্রঘোনা কুষ্ঠু হাসপাতাল এবং কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিএইচপি) ও চন্দ্রঘোনা নার্সিং ইনস্টিটিউটের সকল কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন