ঢাকা | বঙ্গাব্দ

চাঁদপুর হাইমচর রোড়ে বাইক এক্সিডেন্টে নয়ানী গ্রামের ২ বন্ধুর মৃত্যু। এলাকায় শোকের ছায়া

  • আপলোড তারিখঃ 10-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 237959 জন
চাঁদপুর হাইমচর রোড়ে বাইক এক্সিডেন্টে নয়ানী গ্রামের ২ বন্ধুর মৃত্যু। এলাকায় শোকের ছায়া ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

চাঁদপুর জেলার চাঁদপুর হাইমচর রোড়ের জব্বার ডালীর দোকানের মোড়ে বাইক এক্সিডেন্ট হয় ২ বন্ধু সাইফুল(২০) ও শাহিন(২১) পরে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করেন।মৃত সাইফুল ইসলাম নয়ানী নিবাসী দ্বীন ইসলামের একমাত্র ছেলে ছিলো।


শাহিন পার্শ্ববর্তী বাড়ির নজরুল ইসলাম খানের ছেলে ঘটনাসূত্রে জানা যায় তারা চাঁদপুর উদ্দেশ্য নয়ানী থেকে বাইকে করে রওনা হলে জব্বার ডালী দোকান পার হয়ে সামনের মোড়ে গেলে বিপরীত দিক থেকে।


আসা ট্রাক ও  সিএনজি সাইড দিতে গিয়ে এই দূর্ঘটনার স্বীকার হয় তাদের একজন বাজাপ্তী হাই ইস্কুলের ছাত্র আরেকজন হাইমচর কলেজের ছাত্র ছিলেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন