আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি।।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের বৈন্যা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রবিবার (০৩ মার্চ) সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল।
এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার অকেজো সহ পাইপ ধ্বংস ও জাকির হোসেন নামের একজনকে ৫০০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এমন ফয়েজ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আমি পুলিশ ও আনসারের একটি দল নিয়ে জিয়নপুর নদীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করি। অভিযানে ২টি ড্রেজার ধ্বংস ও একজনকে ৫০০০০/-টাকা জরিমানা করা হয় । অবৈধ বালু ও মাটি উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থান আছে। আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।